একটি ভ্রান্ত ধারণার ফলেই মরতে হচ্ছে চড়ুই পাখিদের। চড়ুই পাখির মাংস খেলে মানুষের যৌনক্ষমতার বৃদ্ধি ঘটে– এ ভুল বিশ্বাসের ফলে এয়ারগানসহ নানা ধরনের বন্দুকের গুলির আঘাতে শহরে-গ্রামে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে নিরীহ চড়ুইদের।
কিছু মানুষ এই ভুল তথ্যটি অন্যদের কাছ থেকে শুনে বিশ্বাস করে বসেন। সুযোগ পেলেই তারা খুঁজতে থাকেন চড়ুইয়ের মাংস। এমন ভুল বিশ্বাসনির্ভর কিছু মানুষেরা সংগঠিত হয়ে নামেন চড়ুই নিধনে।
এদিকে রোববার (২০ মার্চ) উদযাপিত হচ্ছে চড়ুই দিবস।
মাত্র পনের সেন্টিমিটার দৈর্ঘ্যের এ পাখির নাম ‘পাতি-চড়ুই’ বা ‘ঘর-চড়ুই’। ইংরেজিতে House Sparrow বলে। তবে ‘চড়ুই’ নামেই এর ব্যাপক পরিচিতি রয়েছে। ‘চিরক-চিরক-চিরক...’ শব্দে সে আমাদের বাসা-বাড়ি চারদিকে মুখরিত করে রাখে। পুরুষ চড়ুইয়ের দেহ খয়েরি এবং স্ত্রী চড়ুইয়ের দেহ ধূসর।
No comments:
Post a Comment