রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, নারী নির্যাতনবিরোধী আইনের পাশাপাশি পুরুষ নির্যাতনের প্রতিরোধেও আইন হওয়া দরকার। প্রতিদিন নারীর পাশাপাশি পুরুষরাও নির্যাতনের শিকার হচ্ছেন।
তিনি বলেন, পুরুষরা স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হলে কাউকে বলতে পারে না। আর নারীরা নির্যাতনের শিকার হলে সকলেই জানতে পারে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ২ দিনব্যাপী জেন্ডার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
তিনি বলেন, দেশের মেয়েরা এখন সাবলম্বী হচ্ছে। তারা এখন নিজেদের উপার্জনে সংসারের হাল ধরেছে। তাই পুরুষের পাশাপাশি প্রতিনিয়ত তারা এগিয়ে চলছে।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুনছেফা খাতুনের সভাপতিত্বে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শনি ও রবিবার ২ দিনব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণকল্যান সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মেহেদী, রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌস পলি, উন্নত পরিবার গঠন মহিলা সংস্থার সভানেত্রী মারহামাতুন নেসা।
মেলায় বিভিন্ন সংস্থার ২০টি স্টল বসেছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে বলে আয়োজকরা জানান।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪
No comments:
Post a Comment